QR code
Narail-নড়াইল's avatar

Narail-নড়াইল

উপজেলা ৩টি, সদর,কালিয়া ,লোহাগড়�

নড়াইল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি নড়াইল জেলা এবং নড়াইল সদর উপজেলার সদর। এটি নড়াইল জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,যশোর বিমানবন্দর এবং খুলনা এর খান জাহান আলী বিমানবন্দর।বিভাগীয় শহর খুলনা থেকে নড়াইল শহরের দূরত্ব ৬১কি.মি.। স্থানাঙ্ক: ২৩.১৭১৩৪৬° উত্তর ৮৯.৫১০৯৫০° পূর্ব দেশ বাংলাদেশ বিভাগ খুলনা বিভাগ জেলা নড়াইল জেলা উপজেলা নড়াইল সদর উপজেলা মহকুমা শহর ১৮৬১ পৌরশহর ১৯৭২ জেলা শহর ১লা মার্চ ১৯৮৪ সরকার • ধরন পৌরসভা • শাসক নড়াইল পৌরসভা • পৌরমেয়র আঞ্জুমান আরা [১] আয়তন • মোট ৩৯.৭৯ বর্গকিমি (১৫.৩৬ বর্গমাইল) জনসংখ্যা • মোট ৫১,৩১৮ • জনঘনত্ব ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) সময় অঞ্চল বাংলাদেশ সময় (ইউটিসি+৬) জনসংখ্যা বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী নড়াইল শহরের মোট জনসংখ্যা ৫১,৩১৮ জন যার মধ্যে ২৫,৭৯১ জন পুরুষ এবং ২৫,৫২৭ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০১:১০০ প্রশাসন ১৯৭২ সালে নড়াইল শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে নড়াইল পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ২৪টি মহল্লায় বিভক্ত । ৩৯.৭৯ বর্গ কি.মি. আয়তনের নড়াইল শহরের ২২.০৫ বর্গ কি.মি. এলাকা নড়াইল পৌরসভা দ্বারা পরিচালিত হয়। শিক্ষা নড়াইল শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৭৫.৫০%ভাগ।